চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে গোলাম মোস্তফা (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর পশ্চিমপাড়া গ্রামের সিড়িবান্ধা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
মারা যাওয়া মোস্তাফা ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্য রাত থেকে  গোলাম মোস্তফা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। গোলাম মোস্তফা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। সকালে নিজ বাড়ি থেকে ২শ গজ দূরে সিঁড়িবান্ধা পুকুরে স্থানীয়রা ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর খবর দেয়। খবর পেয়ে গোলাম মোস্তফার ছেলে মঞ্জুর আলী মরদেহটি তার পিতার বলে শনাক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, সকলের অগোচরে পুকুরে পড়ে মৃত্যু হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ জানুয়ারি ২০২৬