আধুনিক জেলা হিসেবে গড়তে হারুনুর রশীদের ১৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক জেলা হিসেবে গড়তে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের ১৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ তাঁর বাড়ি চত্বরে ১৯ দফা ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণাকালে হারুনুর রশীদ বলেন, "আমি ষষ্ঠবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। জাতীয় আশা আকাঙ্ক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের ন্যায্য অধিকার ও এলাকার সমস্যার কথা তুলে ধরা
একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমাদের লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা।
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে অবাধ প্রতিযোগিতা হলে জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।
ইশতিহার ঘোষণাকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মো. আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আমিনুল ইসলাম মতি, তাসেম আলী, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত ইশতেহারে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মত প্রকাশের স্বাধীনতা, নারী নিরাপত্তা, কৃষি আধুনিকরণসহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশের উন্নয়নের কথা বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ জানুয়ারি ২০২৬

