চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ৫ ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি-সরকারপাড়ার একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিত্যক্ত অবস্থায় ৫ টি
ককটেল উদ্ধার করে। ককটেলগুলো কে বা কারা কী উদ্দেশ্যে রেখেছে তা নিশ্চিত নয় পুলিশ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ জানুয়ারি ২০২৬

