ভারতীয় জেলেকে ফেরত দিলো বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় এক জেলে
রনজিৎ মন্ডলকে ফেরত দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে সীমান্ত মেইন পিলার ২২৪-এর নিকট শূন্যরেখায় বিজিবি- বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেয়া হয়।
ফেরত দেয়া ভারতীয় জেলে মালদা জেলার হবিবপুুর থানার ভবানিপুর গ্রামের তাপশ মন্ডলের ছেলে।
এতথ্য নিশ্চিত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোরে
রোকনপুর সীমান্তের ২২৪ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন বারাকা বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় রনজিৎ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। পরে তাকে ধরে আনে বাংলাদেশি জেলেরা। পরে বাংলাদেশি জেলেদের কাছ থেকে ভারতীয় ওই জেলেকে উদ্ধার করা হয়
বৃহস্পতিবার বিকালে সীমান্ত মেইন পিলার ২২৪-এর নিকট এক পতাকা বৈঠকের আহ্বান করা হয়। এতে বিজিবির পক্ষে রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মন্ডল এবং ভারতের পক্ষে ৮৮/আরকেওয়াদা বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শ্রী অমিত কুমার গৌতম নেতৃত্ব দেন। পরে শ্রী রনজিৎ মন্ডলকে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, পতাকা বৈঠকের পরে ভুলবসত চলে আসা ভারতীয় নাগরিককে বিএসফের কাছে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ জানুয়ারি ২০২৬

