গরু আনতে গিয়ে ভারতে ৩ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে অবৈধভাবে ভারতে গিয়ে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। বুধবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা পুলিশ তাদের আটক করে। গরু চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগাডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের শামসুল শেখের ছেলে মো. জসিম (৩০), একই এলাকার মফিজুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৭) এবং বাগডাঙ্গা-সুন্দরপুর গ্রামের মতিউর আলীর ছেলে রাকিবুল ইসলাম (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে জহুরপুরটেক সীমান্ত এলাকা দিয়ে প্রায় বেশ কয়েকজন গরু আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতের রঘুনাথগঞ্জের মহালদারপাড়া-রামপুর মহল্লায় পৌঁছালে জঙ্গিপুর থানার পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। এ সময় বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আটককৃতরা মূলত গরু চোরাচালানের উদ্দেশ্যেই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। আটককৃতদের পরিবারের সদস্যরা বিজিবির কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ জানুয়ারি ২০২৬

