কলেজ ওড়ানোর হুমকি দিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে গণঅধিকার পরিষদ নেতা



চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকি এবং শিক্ষার্থীদের ওপর অত্যাচারের অভিযোগে প্রায় সাড়ে ৩ ঘণ্টা একটি মেসে অবরুদ্ধ থাকার পর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিবকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গত
রোববার সন্ধ্যায় সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রাকিবের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় আব্দুর রাকিব মাত্র দেড় মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেন। এই ভিডিওটি ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া গত শুক্রবার ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে রাকিব ও তার সহযোগীরা। রোববার সন্ধ্যায় তাকে বারোঘরিয়া নতুন বাজার এলাকায় দেখতে পেয়ে শিক্ষার্থীরা ধাওয়া করে। প্রাণভয়ে রাকিব স্থানীয় ‘সালাম মেসে’ আশ্রয় নিলে শিক্ষার্থীরা মেসটি ঘেরাও করে ফেলে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক জানান, আব্দুর রাকিব ও তার গ্যাংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেও রাকিব থানায় ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন।
তিনি আরও জানান, রাকিব দেড় মিনিটে কলেজ উড়িয়ে দেয়ারও হুমকি দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে কলেজ ছাত্ররা বাজারে তাকে পেলে ধাওয়া করে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাকে  উদ্ধার করে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শিক্ষার্থীদের ধাওয়ায় রাকিব একটি মেসে আশ্রয় নিয়েছিলেন। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। এছাড়া আগে থেকেই তার বিরুদ্ধে থানায় ৩ থেকে ৪টি মামলা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ / নিজস্ব প্রতিবেদক / ১৯ জানুয়ারি ২০২৬