জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা শহিদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তার অবদানের কথা স্মরণ করেন।
তারা বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য প্রাসঙ্গিক।
শেষ শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচলন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ জানুয়ারি ২০২৬

