১২ দফা দাবিতে ইমারত নির্মাণ শ্রমিকদের সমাবেশ
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাবের উদ্যোগে ১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজে মোড়ে সমাবেশে মিলিত হয়। ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইনসাবের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ সভাপতি মজিবুর রহমান ভিখু, বারঘরিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অসিম আলী।
সমাবেশ থেকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব ঘোষিত ১২ দফা দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ / নিজস্ব প্রতিবেদক / ১৯ জানুয়ারি ২০২৬

