পদ্মায় নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর পদ্মা নদী থেকে গোলকাজুল ওরফে কাজল (৩৪) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে আলাতুলী ইউনিয়নের পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া কাজল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া  গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ২ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন কাজল। ৮ জানুয়ারি তার স্ত্রী লিসা বেগম (৩০) বাদী হয়ে স্বামীকে অপহরণ ও গুমের অভিযোগে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আটজনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওমর আলী (৫২) ও জেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার (৫০)।
গোদাগাড়ী নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান জানান, আলাতুলী মিডিল চর এলাকায় পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। অপহরণ মামলা থাকায় মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করি। তিনি আরও বলেন—আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মুখ, নাক ও কমোরের পিছনে আঘাতের চিহ্ন আছে। তবে মরদেহটি ফুলে পচে যাওয়ায় ঠিক মতো বোঝা যাচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন-কাজলের মরদহটি নৌ পুলিশ ও সদর থানা পুলিশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরো জানান, কাজলের স্ত্রী গত ৮ জানুয়ারি সদর থানায় অপহরণের একটি মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ জানুয়ারি ২০২৬