চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়



চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। 
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় বিএনপি অফিস চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,  
ব্যবসায়ী আকবর হোসেন, আনোয়ার হোসেন, চেম্বারে সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম,
আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি, বিএনপি নেতা তসিকুল ইসলাম তসি, নজরুল ইসলাম, যুবদল নেতা তবিউল ইসলাম তারিফ। 
মতবিনিময় সভায় জেলার বাণিজ্যিক সমস্যা সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 
সভায় সোনামসজিদ স্থল বন্দরকে আরো আধুনিক ও আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।এতে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিসহ অন্যান্য অর্থনীতি কর্মকান্ডকে এগিয়ে নিতে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। 
সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ জানুয়ারি ২০২৬