বিজিবির শীতবস্ত্র পেলেন সীমান্তের তিন শতাধিক শীতার্ত



চাপাইনবাবগঞ্জের চরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী তিনশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি।
শনিবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) উদ্যোগে শিবগঞ্জ উপজেলার 
কিরনগঞ্জ ঈদগাহ মাঠে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ বিজিবি সদস্যগণ।
 অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি’র মহাপরিচালকের ভিশন হচ্ছে “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”। এই ভিশন বাস্তবায়নে ৫৯ বিজিবি সদস্যরা সচেষ্ট ও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ৫৯ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় বিতরণকৃত এইসব শীতবস্ত্রা প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। 
তিনি বলেন—বিজিবি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। 
তীব্র এই শীতে কম্বলগুলো পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ জানুয়ারি ২০২৬