মুসাব্বির হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। বিক্ষোভ মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশ বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল ও সদস্য সচিব বাবর আলী রুমন।
সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ড একটি বর্বরোচিত ঘটনা। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজপথে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ জানুয়ারি ২০২৬

