সীমান্তে ভারতীয় ১০ গরু-মহিষ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু-মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।
রাতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, বিশেষ টহলদল ৫টি সীমান্তে আলাদা ৫টি অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া ও সাতরশিয়া, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ও বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে গরু-মহিষগুলো জব্দ করে।
জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতারোধে বিজিবি সজাগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ জানুয়ারি ২০২৬

