নাচোলে দিঘীর পাড়ে মিলল ১৬টি দেশীয় অস্ত্র



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।
বুধবার রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের বহেরুল ইলামিত্র গেইট সংলগ্ন একটি দিঘির পাড় থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাবের নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জানতে পারে যে, নাচোলের বহেরুল এলাকায় পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তা পড়ে আছে।
সেখানে তল্লাশি চালিয়ে ৪টি লোহার বড় হাসুয়া, ৪টি ছোট হাসুয়া, ১টি খড়গ, ১ট কিরিচ, ৫টি চাইনিজ কুড়াল, ১টি চেইন স্টিক ও ৩ রাউন্ড তাজা এ্যামোনিশন।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ জানুয়ারি ২০২৬