চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩ টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার দাখিলের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ -১ আসনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহাজান মিঞা, জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী নবাব মো, শামসুল হোদা, জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, জাতীয় পার্টির খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশের কমউিনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম ও ইসলামি আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম।
দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন এবং জামায়তের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাদের সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে অধ্যাপক শাহজাহান মিঞা ও মো, আমিনুল ইসলাম গত রবিবার মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ২১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ ডিসেম্বর ২০২৫


