সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এল ৬০ টন পেঁয়াজ
বাজারে অস্থিরতার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আমদানি করা ৬০ মেট্রিক টন পেঁয়াজ। রোববার সন্ধ্যায় পেঁয়াজবাহী ট্রাক দুটি বন্দরে প্রবেশ করে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভারতের মহদিপুর বন্দর থেকে পেঁয়াজবাহী দুটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। ভারতীয় ট্রাক থেকে খালাসের পর বাংলাদেশি ট্রাকে করে সেগুলো বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে রাতেই। মেসার্স গৌড় ইন্টারন্যাশনাল ও ওয়েলকাম ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে।
এদিকে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, ৩০টি অনুমোদনপত্রের বিপরীতে সোনামসজিদ বন্দরে দিয়ে ৯০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এখন পর্যন্ত ৬০ টন পেঁয়াজ এসে পৌঁছেছে।
গত ৯ সেপ্টেম্বর ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল বলে জানান সমীর চন্দ্র ঘোষ।
অন্যদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ০৭ ডিসেম্বর ২০২৫
