চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জুলাই যোদ্ধা ও ছাত্ররা। এছাড়া আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি।
শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের শান্তি মোড়ে থেকে জুলাই যোদ্ধা ও ছাত্ররা সমবেত বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা শহরে প্রবেশদ্বার বিশ্বরোড মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের লুকায়িত ফ্যাসিস্টদের দোসরদের কারণে হাদির হত্যাকরীরা ভারতে পলিয়ে যেতে সক্ষম হয়েছে। শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা। অন্যথায় দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ব্যর্থ উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন।
এদিকে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। কর্মসূচি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বক্তারা। বক্তব্য দেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলাউল হক, ওমর ফারুকসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ ডিসেম্বর ২০২৫

