সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু, উত্তেজিত জনতার সড়ক অবরোধ- পুলিশ ফাঁড়ি- বক্সে ভাঙচুর ও আগুন



চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বিরুদ্ধে ধাওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা ৪ ঘণ্টা সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই ধারে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়। পর উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্সে ভাঙচুর করে। সেখানে থাকা  দুটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেন উত্তেজিত জনতা। এছাড়াও পুলিশের গাড়ি ও কয়েকটি ট্রাকে হামলা করা হয়।
দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ও নিহতদের স্বজনরা। 
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৮) ও  চান্দলাই-জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আহমেদ (১৮)।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রিফাত ও সোহাগ একটি মোটর সাইকেল যোগে সার্কিট হাউসের দিক থেকে আসছিল। পুলিশের ধাক্কায় শাহীবাগ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় একটি চলন্ত ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে রিফাত ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহাগ মারা যায়। 

সোহাগের বাবা আশরাফুল ইসলাম জানান, পুলিশের ধাক্কাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে রিফাত ও সোহাগ। এতেই তাদের মৃত্যু হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের উপর মরদেহ রেখে অবরোধ করে। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে।
পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বলিয়ে দেয়। অন্যদিকে ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়ির অফিসার মেসে ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেয়া হয়। 
 



সন্ধ্যা ৭ টায় দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি নিয়ে যাওয়া পথে আবারও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে  উত্তেজিত জনতা।  পরে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্য মোতায়ন করা হয়। 

এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। তবে তিনি বলেন-সার্কিট হাউস এলাকায় ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ তল্লাসি কার্যক্রম পরিচালনা করছিল। তদের ধাক্কা দেয়া হয়নি। সেখানকার একটি ভিডিও ফুটেজ দেখে আপনারা রিপোর্ট করেন তাহলেই বুঝতে পারবেন আসল ঘটনা কি। 


এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলিশের ভয়ে দ্রুত পালানোর সময় সরাসরি মহাসড়কে উঠে দুর্ঘটনার শিকার হন রিফাত ও সোহাগ।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ ডিসেম্বর ২০২৫