চাঁপাইনবাবগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন



দেশে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যদের মোতায়ের করা হয়েছে। তারা শহর এলাকার বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। 

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ ডিসেম্বর ২০২৫