সীমান্তে দু'টি বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হননি তারা। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকা থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
বিকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, সীমান্ত অতিক্রম করে কিছু আগ্নোয়াস্ত্র দেশে ঢোকার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়। এরই প্রেক্ষিতে মনাকষা বিওপির সীমান্ত থেকে ৯০০গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঘববাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে দেখা যায় কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও জানান, গত ৮ দিনে ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-
দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণেরে নাশকতা পরিস্থিতির সৃষ্টি করতে অবৈধ অস্ত্র গোলাবারুদ আনার চেষ্টা চালাচ্ছে। অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুস্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী ও টহল জোরদার করেছে।
এরআগে ১৫ ডিসেম্বর ৫৩ বিজিবির সদস্যরা মনাকষা ইউনিয়নের গোপালপুরে কারবারি ফেলে যাওয়া ব্যাগে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ ডিসেম্বর ২০২৫

