আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন



চাঁপাইনবাবগঞ্জে ৭৯টি গির্জায় প্রার্থনা ও মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে পালিত হয়েছে  খ্রিষ্টান ধর্মাবলম্বাীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এর মধ্যে সদর উপজেলায় ১৬টি, নাচোল উপজেলায় ৪০টি ও গোমস্তাপুর উপজলায় ২৩টি গির্জায় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
জেলায় ৭৯টি গির্জায় সকালে শুরু হয় বড় দিনের বিশেষ প্রার্থনা। প্রথমে শাস্ত্র পাঠ তারপর গান গাওয়া হয়। আর বাইবেল পাঠ, খ্রিষ্ট্র ধর্মাবলম্বীরা চার্চ ও গৃহসজ্জা এবং উপহার আদান প্রদান করা। তৈরি করা হয় নানা রকম খাবার। 
এছাড়ও মোমবাতি প্রজ্বলন, ক্রিসমাস ট্রি সাজানো, শিশুদের জন্য সান্তাক্রুজের উপহার, ক্রিষ্টমাস গ্রামের দৃশ্য তৈরি ইত্যাদি সবই আয়োজন করা হয় উৎসবকে ঘিরে। 
এদিকে জেলা প্রশাসক মো. শাহাদাত হেসেন মাসুদ বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ ডিসেম্বর ২০২৫