মাদরাসা শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নে নীতিমালা পরিবর্তন হয়েছে: বোর্ড চেয়ারম্যান



সারাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে নীতিমালা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে  মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহিদ সাটু হলে আয়োজিত হিফজুল হাদিস পাঠ প্রতিযোগিতা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ অনুষ্ঠানের আয়োজন করে জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া।

অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, সারাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসার ও মানোন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। বিগত সময়ে মাদ্রসা বিস্তার লাভ না করে এজন্য বিভিন্ন আইনের বেড়াজালে আটকে দেয়া হয়। আমরা নতুন নীতিমালা-২০২৫ সংশোধিত করেছি। শর্ত শিথিল করেছি, জমির পরিমাণ কমিয়েছি। এ শিথিল অবস্থায় নতুন নতুন মাদ্রাসার অনুমোদন দিচ্ছি। এবং প্রাইভেট পর্যায়েও আমরা উৎসাহিত করছি। প্রাইভেট মাদ্রসাগুলো থেকে ভালো ফলাফল পাচ্ছি। 
তিনি আরও বলেন, বৃটিশ এদেশে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে তাদের গোলামী করতে সেক্যুলার শিক্ষা ব্যবস্থা চালু করে। সেখানে মানুষ তৈরির কোন ব্যবস্থা নেই। শুধু বড় বড় ডিগ্রী দেয়া হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবালুন  নূর আল জামিয়াতুল ইসলামিয়ার সভাপতি মাওলানা আবু জার গিফারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, আবু বক্কর, আব্দুল আলিম, গোলাম রব্বানীসহ অন্যরা।

এদিকে সদর উপজেলার চাটাইডুবি আলিম মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসবে অংশ নেন মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যন অধ্যাপক মিঞা মো. নূরুল হক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ ডিসেম্বর ২০২৫