চাঁপাইনবাবগঞ্জে দু'টি আসনে বিএনপি মনোনীত দু' প্রার্থীর মনোনয়ন দাখিল



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দু'টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে মনোনয়ন দাখিল করেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. গোলাম রব্বানী সরদারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উভয় প্রার্থীর নেতা, কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ ডিসেম্বর ২০২৫