সীমান্তে ২৯টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৯টি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
মঙ্গলবার সকালে সাড়ে ৬টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। 
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে কিরনগঞ্জ বিওপি’র সীমান্ত পিলার ১৭৮/২-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে চোরাকারবারীরা ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন ২৯টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত মোবাইলফোনগুলো কাস্টমসে জমা করা হবে বলেও জানান অধিনায়ক। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ ডিসেম্বর ২০২৫