ভারত থেকে বাংলাদেশে ফিরার পথে ২৭ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার ভোরে ভোলাহাটের চামুচা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবি দাবি, পুশইন নয়, অবৈধ পথে তাঁরা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারত গিয়েছিল। ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।
আটক ২৭ জনের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ শিশু ও তৃতীয় লিঙ্গর ২জন রয়েছে।
আটককৃতরা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
মহানন্দা ব্যাটালিয়ানের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ২ থেকে ৩ মাস আগে বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন।
সোমবার ভোরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে ভোলাহাটের চামুচা বিওপির সদস্যরা তাদের আটক করে। আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান অধিনায়ক।’
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ ডিসেম্বর ২০২৫

