চাঁপাইনবাবগঞ্জে অন্তঃসত্তা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিনের পর আবারও পুলিশের হাতে আটক
পুলিশের হাতে আটক হয়ে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দি থাকা ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিককে অবশেষে জামিন দিয়েছে আদালত। সোমবার রাতে তারা চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন। জামিনে মুক্ত হওয়ার মাত্র দু' ঘন্টা পর আবারও তাদের পুলিশ আটক করে।
জামিনে মুক্ত হওয়ারা হচ্ছেন, ভারতের পশ্চিমবঙ্গের বীরভুম জেলার মরারই থানার মন্নু শেখের ছেলে দানেস (২৮), দানেসের স্ত্রী সোনালী বেগম (২৬), তাদের ছেলে সাব্বির (৮), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমন দেওয়ান (৬) ও সেরাজুল শেখে মেয়ে সুইটি বিবি (৩৩)।
আটক ভারতীয় নাগরিক ও আদালত সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশি’ তকমায় দু’টি পরিবারের এই ৬ নাগরিক দিল্লীতে ইটভাটায় কাজ করার সময় গত ২৪ জুন পুলিশের হাতে আটকের পর বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করে ২৬ জুন। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া এই ৬ ভারতীয় নাগরিক প্রথমে ঢাকা তারপর চাঁপাইনবাবগঞ্জে এসে অবস্থান করছিলেন। প্রায় ২ মাসেরও অধিক সময় চাঁপাইনবাবগঞ্জে অবস্থানের মাঝে গত ২০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভুতপুকুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পুলিশের আটকের সময় সোনালী বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।
দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার ফারুক হোসেনের জিম্মায় ৫ হাজার টাকা বন্ডে আদালত তাদের জামিন প্রধান করেন।
কারাগারে বন্দি থাকা সোনালী বেগম জামিনে মুক্ত হওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘ দিল্লী পুলিশ তাদের অন্যায়ভাবে আটক করে বিএসএফ’র মাধ্যমে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওই আমাদের মানবেতর জীবন যাপন করতে হয়েছে। অন্তঃসত্ত্বা নারী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে কোন সমস্যা হয়নি। এখানকার কর্তৃপক্ষ ও পুলিশ খুবই ভাল। আমাদের কোন সমস্যা হয়নি’। ৬ ভারতীয় নাগরিকের জামিনদার ফারুক হোসেন বলেন, ‘ ওদের জামিন হওয়ায় খুব ভাল লাগছে। সোনালী যেহেতু অন্তঃসত্ত্বা যে কোন সময় বাচ্চা প্রসব হতে পারে। মানবিক দৃষ্টিকোন থেকে ওদের (ভারতীয় নাগরিকদের) জামিন দেয়া হয়েছে। যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সরকার আর বাংলাদেশ সরকারের মাধ্যমে আইনীভাবে সমাধান না হচ্ছে ওরা আমার বাড়িতেই থাকবে। কারণ সোনালীরা ভারতে বসাবাস করা আমার আত্মীয়দের প্রতিবেশি’।
এদিকে, রাতেই তারা চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে নয়াগোলা গ্রামের ফারুক হোসেনে বাড়িতে যাওয়ার পর পুলিশ তাদের আটক করে।
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফারুক বলেন, ‘ তাদের আবার গ্রেফতার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে আবারও পাঠানো হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ ডিসেম্বর, ২০২৫

