চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, ৭১ টেলিভিশনের প্রতিনিধি একেএস রোকন, বাংলাভিশন টেলিভিশনের শাখাওয়াত জামিল দোলন, এশিয়ান টেলিভিশনের ফয়সাল আজম অপু, এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদ, সাংবাদিক রবিউল ইসলাম টুটুল।
সমাবেশে বক্তারা, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র ঘোষিত প্রার্থী বাতিলের দাবীতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হন সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এই দু’ সাংবাদিক। সংবাদ সংগ্রহকালে সাংবাদিক পরিচয় দিলেও তাদের মারধর ও লাঞ্ছিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ ডিসেম্বর, ২০২৫

