চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় এক পথচারী নিহত




চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় জাহানারা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কের রানীহাটি এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। 
নিহত জাহানারা বেগম শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইসুদ্দীনের স্ত্রী।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, বেলা ৩টার দিকে জাহানারা রাস্তা পারাপার হচ্ছিল। এসময় সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা পাথরবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পরে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, এসআই মিজান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ নভেম্বর ২০২৫