শিবগঞ্জে পুকুরপাড় থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুরপাড় থেকে তোজাম্মেল হক (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মুসলিমপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তোজাম্মেল হক শিবগঞ্জ উপজেলার পারদিলালপুরের জোনাব আলীর ছেলে।
তোজাম্মেলের ভাই গিয়াস উদ্দীন বলেন, মুসলিমপুরে একটি পুকুর পাহারার কাজ করতেন। অন্যান্য দিনের মতো শনিবার বিকালে তিনি পুকুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয়দের কাছ থেকে পুকুরপাড়ে তোজাম্মেলের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। তিনি বলেন, তোজাম্মেলের এক চোখে উপড়ে ফেলা হয়েছে।
ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কে বা কারা হাতে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ নভেম্বর ২০২৫

