চাঁপাইনবাবগঞ্জে কয়েক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন
চাঁপাইনবাবগঞ্জে কয়েক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে প্রায় ৩২ কিলোমিটার পথ উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ম্যারাথনটির নাম ছিল ‘ভিক্টরি রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ’। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে এই আয়োজন করা হয়।
ম্যারাথনটি চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে দেবিনগর পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে। দৌড়টি দেবিনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
আয়োজক কমিটির সদস্য আবু বক্কর জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া এবং ম্যারাথনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ ডিসেম্বর ২০২৫

