চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা



ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসরাম বুলবুল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
শনিবার সকালে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিশ্বরোড, হরিপুর, বটতলা হাট, নতুনহাট, টিকরামপুর, টোলঘর, শান্তিমোড় হয়ে বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাটি আরও উপস্থিত ছিলেন, 
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি ও সেক্রেটারি অধ্যাপক আবু বক্করসহ জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। জনগণের ভালোবাসা ও সমর্থনই এই বিশাল সমাবেশের মাধ্যমে আজ আবারও প্রমাণিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ নভেম্বর ২০২৫