পদ্মা বাঁচার দাবিতে ভোলাহাটে বিএনপির সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও পদ্মা নদী বাঁচাতে এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে গণসমাবেশ করেছে বিএনপি।
‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে এবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এই সমাবেশের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ভোলাহাট মহবুল্লাহ কলেজ মাঠে এই সমাবেশর আয়োজন করে ভোলাহাট উপজেলা বিএনপি।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রত্যেক বছর পদ্মা নদী তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলী জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয় এবং পানিবন্দি হয় লাখো মানুষ। আর শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা দেয়া দেয়না।
বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা ও সাবেক এমপিরা আরো বলেন, এমন ভোগান্তির মধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণসহ শুষ্ক মৌসুমে পানির নায্য বণ্টন নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণসহ পানির নায্য বণ্টন নিশ্চিত করা হবে। এসময় বিএনপির সাবেক এমপিরা আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ ও নদী রক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।
বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিঞা।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাতাতাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ নভেম্বর ২০২৫


