চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন



চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছেন বিএনপি। শুক্রবার বিকালে জেলা বিএনপির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। 

সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হায়াতুদ্দোলা, জেলা বিএনপির সদস্য এ্যাড. নুরুল ইসলাম সেন্টুসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।
সভায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন বক্তারা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ নভেম্বর ২০২৫