ট্রাক্টর উল্টে চালক নিহত



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টর উল্টে আমিন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।  শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছয়রশিয়ায় একটি ইটভাটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। 
নিহত আমিন ওই ইউনিয়নের নবাবজায়গীর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, সকলে আমিন  একটি ইটভাটার মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার সময় চাকা গর্তে পড়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আমিন মারা যায়। 
ওসি আরও জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদ ফেরত দেওয়া হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ নভেম্বর ২০২৫