চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে মঞ্জুরুল আলম মনির (১৯) নামে একজন নিহত হয়েছেন। এ সময় ট্রলি চালকসহ দুই জন আহত হয়েছে।
শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ
মহাসড়কের শান্তির মোড়ে এই দুর্ঘটনায় ঘটে।
নিহত মনির রাজশাহীর তানোর উপজেলার
হাতিশাইল গ্রামের আনারুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, ভোরে সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস শহর থেকে শিবগঞ্জে কানসাট যাচ্ছিল। পথে শান্তির মোড় এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা ইটবাহী ট্রলির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকে মনির ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সদর উপজেলার চামাগ্রামের ট্রলি চালক ইয়াকুব আলী (১৮) ও তার সহকারী জিহাদ আলী (১৯) আহত হন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ নভেম্বর ২০২৫

