ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আইনজীবীদের লংমার্চ



সীমান্ত হত্যার বিচার, ফারাক্কা, তিস্তাসহ ৫৪ টি নদী থেকে পানি প্রত্যাহার বন্ধ করাসহ চার দফা দাবিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে
লংমার্চ কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।
শনিবার সকালে ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’র ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন, ভয়েস অব লাইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সমন্বয়ক মো. দেলওয়ার হোসেন, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, স্বাধীনতা সার্ববৌমত্ব পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা আল ইহজাজ, চাঁপাইনবাবগঞ্জ  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাকসহ অন্যরা।
পথসভায় বক্তারা বলেন, অতীতের সরকার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিলো। আর এর সুযোগে ভারত দমন-শোষন করেছে। আন্তর্জাতিক আইন অমান্য করে অভিন্ন ৫৪ টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করেছেন। সীমান্তে একের পর এ মানুষ হত্যা করেছে। ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার সময় এসেছে। 
বক্তারা বলেন, সীমান্তে প্রতিটি হত্যার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব। এমনকি সীমান্ত নদীগুলোর পানি প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে। 
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের পানি প্রত্যাহার ও সীমান্তে হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 
এদিকে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ কর্মসূচি শেষ হয়। এর আগে গত শুক্রবার সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই লংমার্চটি শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ নভেম্বর ২০২৫