অম্লান থাকবে পাভেলের মানবিক গুণাবলি- নাগরিক স্মরণসভায় বক্তারা
চাঁপাইনবাবগঞ্জ শহরের তরুণ সমাজকর্মী মরহুম আজিজুর রহমান খাঁন পাভেলের মৃত্যুতে আয়োজিত নাগরিক স্মরণসভায় আলোচকরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, 'একটা স্বল্প সময়ের জীবনে কর্মে, নিষ্ঠায়, সততায় ও বিনয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের তরুণদের মধ্যে পাভেল ছিল অনন্য। পাভেল আমাদের মাঝে নেই। তবে থেকে যাবে তাঁর মানবিক গুণাবলি।
শনিবার(১ নভেম্বর) বিকাল ৪ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মরহুমের বন্ধু ও শুভানুধ্যায়ীরা এই স্মরণসভার আয়োজন করে।
বিশিষ্ট ঠিকাদার সমাজকর্মী তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় মরহুম পাভেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পাঠানপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, ব্যবসায়ী রায়হানুল ইসলাম লু্না, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ব্যবসায়ী ইকবাল হোসেনসহ মরহুমের বন্ধুরা । সভা শেষে দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
সভা সঞ্চালনা করেন আসাদুজ্জামান পলাশ। বক্তারা, চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট সংলগ্ন মোড়টিকে পাভেল চত্বর ঘোষণার দাবি জানান।
স্মরণসভায় মরহুম পাভেলের বন্ধুবর্গসহ বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন।
এর আগে বাদ যোহর চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া গোরস্থানে কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারতকালে পাভেলের পরিবারের সদস্যসহ চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক, সাবেক ছাত্রনেতা গোলাম শাহনেওয়াজ অপু, শহীদুল হুদা অলক, মনিরুজ্জামান মনির, জিয়াউর রহমান তোতা, জিয়াউর রহমান আরমান, জোবায়ের আহমেদ শ্রাবণ, নাসিরুল হক, ব্যবসায়ী মনোয়ার আলী মিন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মারা যান চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলার বাসিন্দা আজিজুর রহমান খান পাভেল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ০১ নভেম্বর, ২০২৫

