১ কিলোমিটার রেললাইনে হাঁটুপানি, ২ ঘণ্টা দেরিতে ছাড়ল বনলতা ট্রেন
অতিভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। যার ফলে আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জে থেকে ঢাকার উদেশ্য ছেড়ে গেছে ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে। এছাড়াও ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী ৫ আপ রাজশাহী কমিউটার ট্রেনটি অতিরিক্ত পানির কারণে ৪ ঘন্টা বড় পুকুরিয়া এলাকায় আটকা পড়ে। এর ফলে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, লঘুচাপের প্রভাবে শুক্রবার সারাদিনই মেঘলা ছিল। সন্ধ্যার পরে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এরপরেই রাত ৮টার পর জেলাজুড়ে ভারিবৃষ্টিপাত হতে থাকে। যা চলতে থাকে গভীর রাত পর্যন্ত। এতে করে বড় পুকুরিয়া এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যায়। পানিতে রেললাইন দেখাতে না পাওয়াই ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। অতি বৃষ্টিতে রাত থেকে সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল করেনি। রেললাইন থেকে পানি নেমে গেলে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, সারারাত বৃষ্টিতে আমনুরা থেকে সদর উপজেলা বড় পুকুরিয়ায় প্রায় এক কিলোমিটার ট্রানের লাইন পানির নিচে তলিয়ে যায়। এর ফলে পুকুরিয়া এলাকায় ট্রেন চলাচল করতে পারছিলনা। সেখানে ৫ আপ কমিউটার ট্রেনটি সারারাত আটকা ছিল।
তিনি আরও জানান, বৃষ্টির পানি নামার পর সকাল ৮টা ১০ মিনিটে কমিউটার ট্রানটি স্টেশনে প্রবেশ করে। শনিবার বনলতা ট্রেনটি নির্ধারিত শিডিউল থেকে প্রায় ২ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে থেকে ঢাকার উদেশ্য ছেড়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ নভেম্বর ২০২৫

