সড়কে দাঁড়িয়ে থাকা ট্রালির পেছনে ধাক্কা, অটোরিকশা চালক নিহত



চাঁপাইনবাবগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রালির পেছনে ধাক্কা লেগে শরিফুল আলম (৪২) নামে অটোরিকশার চালক নিহত হয়েছে। 
 শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের  মহদীপুর এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। 

নিহত শরিফুল আলম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অটোচালক শরিফুল ইসলাম যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে  শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মহদীপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রালিকে পেছনে ধাক্কা দেয়। এতে অটোচালক শরিফুলসহ এক শিশু যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন। 
ওসি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ নভেম্বর ২০২৫