মন্দিরে ড্যান্স করেন আপত্তি নেই, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করিয়েন না- সৈয়দ শাহীন শওকত
জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেছেন, আপনারা মন্দিরে ড্যান্স করেন আপত্তি নেই, আপনারা মাথা নত করেন আপত্তি নেই। কিন্তু দয়া করে জান্নাতের টিকিট ও কোরআন শরীফ বিক্রি করবেন না। এটি একটি কবিরা গুণা আপনারা জানেন। আমরা চাই সুস্থ ধারার রাজনীতি।
তিনি রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল শেষে এক পথসভায় এ কথা বলেন। তিনি বলেন, ‘এখানে সকল ধর্মের মানুষ আমরা ভাই ভাই। কিন্তু একটি দল ধর্মকে নিয়ে কথা বলে। আমরা সবাই মিলে একটি প্রাণের শিবগঞ্জ গড়ে তুলবো’।
তিনি শিবগঞ্জের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।
এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে এই গণমিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত গণ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হায়াত উদ্দৌলা, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম রশিদ, শরিফুল ইসলাম সারেফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়খ জামাল উদ্দিন অপু।
বর্ণাঢ্য গণমিছিলে ব্যানার ফেস্টুনের পাশাপাশি বাদ্যযন্ত্রও ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ অক্টোবর ২০২৫

