চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে  মিজানুর রহমান (২০) ও  সিয়াম (১৯) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় ইমন নামে আরেক 
বন্ধু আহত হয়েছে। 
 দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোদাগাড়ীর সংযোগ সড়কের আমনরা কেন্দুল নামক স্থানে।
মারা যাওয়া মিজান চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার শান্তি মোড়ের আজিজুর রহামনের ছেলে ও সিয়াম আমনুরা ধীনগর এলাকার কামাল উদ্দীনের ছেলে।
আর আহত ইমন আমনুরা রেলকলনি এলাকার শফিকুল ইসলামের ছেলে। 
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সিহাব, মিজান ও ইমনসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে কেন্দুল এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালভাটের সঙ্গে ধাক্কা লেগে নিচে ছিটকে পড়ে।
ওসি আরও জানান,  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেমধ্য মিজান মারা যায় এবং  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিহাব। এ ঘটনায় ইমনকে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ অক্টোবর ২০২৫