চাঁপাইনবাবগঞ্জে 'পদ্মা বাঁচাও’ গণসমাবেশ আজ



“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানে আজ পদ্মা নদীর নায্য পানি বন্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৩ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজশাহী বিভাগের শীর্ষ নেতারা।
'পদ্মা বাঁচাও’ আন্দোলনের গণসমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হারুনুর রশীদ হারুন। 

গণসমাবেশকে কেন্দ্র করে কলেজ মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে সংগঠনের স্বেচ্ছাসেবক দল। 
গণসমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়রপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ নিশ্চিত করেছেন মহাসচিবের উপস্থিতির বিষয়টি। তিনি বলেন,‘ ভারতের 
ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাবে এ অঞ্চলের মানুষ ৩০-৪০ বছর ধরে ভাঙন, বন্যা এবং ফসলহানিতে বিপর্যস্ত। হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও স্থায়ী বাঁধ বা নদী ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসেনি। মানুষের এই দীর্ঘ দিনের বেদনা থেকেই ‘পদ্মা বাঁচাও’ আন্দোলনের সূচনা।

তিনি আরও বলেন,‘চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর প্রাণ-পদ্মাকে বাঁচাতে শুধু সমাবেশ নয়, এই আন্দোলনকে স্থায়ী রূপ দিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামীতে গঙ্গা ব্যারাজ বাস্তবায়নের দাবিও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তোলা হবে।’

এর আগে গণসমাবেশকে সফল করার লক্ষ্যে 
 “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় সমাবেশ, পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেন বিএনপি নেতা কর্মীরা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ নভেম্বর ২০২৫