নাশকতা সৃষ্টির অভিযোগে ৫ জন আটক



চাঁপাইনবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও যুবলীগের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নাশকতা সৃষ্টির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের তিন থানায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন— শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন (৪৪), ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক  মো. রাজিবুল ইসলাম জীবন (৩৩),  বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মৃত ইউনুস দেওয়ানের ছেলে ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী (৫১), বালুগ্রামের সক্রিয় কর্মী মেকাইল ইসলাম। এছাড়া নাচোল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহান আলী (২০) কে আটক করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোলে ৫জনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ নভেম্বর ২০২৫