সাত দফা দাবিতে সড়ক-জনপথ শ্রমিকদের মানববন্ধন
মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান, ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা সংসদের সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ
মাসুদ রানা।
বক্তারা বলেন, মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ অক্টোবর ২০২৫

