শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন



২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি ও আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষকরা। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় সংলগ্ন শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেয়।
ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,  জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী, বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক, শিক্ষক মো. মেহদি হাসানসহ অন্যান্যরা।
মানববন্ধনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ অক্টোবর ২০২৫