চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে সার ডিলারদের মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জে সারের বিদ্যমান নীতিমাল বহাল রাখাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন সার ডিলার ব্যবসায়ীরা। 
রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালন করেন তার। 
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সেতাউর রহমান, সহ-সভাপতি নাজমুল হকসহ অন্যনরা।
কর্মসূচিতে জেলার ৫ উপজেলার সার ডিলার ও সাব-ডিলাররা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালায় কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে যাচ্ছে। ওই নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা হাতে কাছেই সার পাচ্ছেন। নীতিমালা পরিবর্তন করা হলে মাঠ পর্যায়ে সার বিতরণে বিশৃঙ্খালা তৈরী হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও যৌক্তিক কমিশন নির্ধারন, চাহিদা অনুযায়ী সার বরাদ্দের দাবি জানানো হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ অক্টোবর ২০২৫