পিআর-প্রতীক জটিলতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল



নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেছেন যে জামায়াতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন এবং এনসিপি দলের প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। 
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহনকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমুহ নিরুপণ ও উত্তরণের উপায়  শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যমান আইন অনুযায়ী তার সমস্ত কার্যক্রম চালিয়ে যাবে এবং আইনের বাইরে কোনো কাজ করবে না। সুতরাং আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা খুব নিবীড়ভাবে পরীক্ষা-নীরিক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের আমরা নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখবো। 

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার আরও বলেন, অবহেলা করে নির্বাচনের দায়িত্ব পালন করতে যাবেন না। কারণ নির্বাচন কেন্দ্রে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে এবং দুষ্টুচক্র নির্বাচনকে কলুষিত করতে বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজব ছড়াবে। এই গুজব থেকে সাবধান থাকতে হবে। 

চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটুহল অডিটোরিয়ামে সিবিটিইপি প্রকল্পের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, সিবিটিইপির প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ সেপ্টেম্বর ২০২৫