পদ্মায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পানিতে ডুবে আল আমিন নামে এক ৬ বছরের শিশু মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আলাতুলি ইউনিয়নের পদ্মা নদীর একটি শাখায় গোসলে নেমে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আলাতুলি ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল হক। মারা যাওয়া ওই শিশু আলাতুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রানীনগর-টিকরপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।
আনারুল হক বলেন, আল আমিনসহ দুই শিশু পদ্মার নদীর একটি শাখায় গোসলে নামে। পানিতে তারা দুজনই ডুবে যায়। এ সময় অপরজন তীরে উঠতে পারলেও আল আমিন ডুবে নিখোঁজ হয়। তার সঙ্গের শিশুটির দেয়া খবরের ভিত্তিতে আল আমিনের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ঘটনার ১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কেউই অভিযোগ করেনি বলে জানান ওসি মতিউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ অক্টোবর ২০২৫

