চাঁপাইনবাবগঞ্জে কালাম আলী কালু নামে এক কৃষককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম, আলমাছ ও আঃ রাজ্জাক নামে তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামীর উপস্থিতিতে এই দন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-কালিতলা গ্রামের আজাহার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের রাষ্ট্রপক্ষের আইনজীবি আবদুল ওদুদ মামলা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি সকালে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-মোন্নাপাড়ার একটি আম বাগান থেকে কালাম আলী কালুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা মির্জাপুরের এরশাদ আলী ওইদিনই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক আব্দুল মালেক ২০২২ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলায় ৪ আসামীর মধ্যে আব্দুল খালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। বাকী ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ আগষ্ট ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

