চাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ছেলেও
বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মুরশিদা নামের এক নারী। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসেন ছেলে। তিনিও মায়ের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে একই সঙ্গে মা-ছেলের মৃত্যু ঘটে। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই জন হলেন ওই গ্রামের মো. মোরসালিনের স্ত্রী মোছা. মুরশিদা খাতুন (২৯) ও তাদের ছেলে মো. মুজাহিদ হোসেন (১০)।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তাঁরের সাথে স্পৃষ্ট হয় মুরশিদা। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে ছেলে মুজাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা মা-ছেলে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মৃতদের সুরতহাল করেছে। এ ঘটনায় ব্যবস্থা নিয়ে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ আগষ্ট ২০২৫

